TikTok video #7305991968784387346 posted by @messiyan.raju

তিনটা ভিন্ন ক্লাবের হয়ে ব্যালন ডি'অর জিতেছেন যেখানে তাকে বলা হত জাভি, ইনিয়েস্তা ছাড়া সে কিছুই না। মারাকানা থেকে কাতার থেকে ইউএসএ জয় করা মানুষ যেখানে তাকে বলা হত সে ক্যাম্প নু ম্যান। ছয় ছয়টা গোল্ডেন বুট জয় করা মানুষ। যেখানে তাকে এক পা এর মানুষ বলে উপহাস করা হয়েছিল। রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, টোট্যানহ্যাম , প্যারিস, সিটি, লেভারকুসেন, বায়ার্ন প্রতিটা হেভিওয়েট ক্লাব ডমিনেট করা মানুষ, ইনি সেই যাকে এইবার ম্যান বলা হত। কোপা আমেরিকা পেনাল্টি মিস করা মানুষ সেই পেনাল্টি কেই সর্বোচ্চ আলোচনায় এনে জিতেছেন সর্বোচ্চ ট্রফি। ফ্রান্স কে বিশ্বকাপে হারিয়ে দেয়, সেই জন্যেই তার নিজের ক্লাব প্যারিস তাকে সম্মান প্রদান করেনি। অথচ সেই দেশের গ্লেমেরাস অনুষ্ঠানের লাল কার্পেটে কালো সুট পরে হেটে ব্যালন ডি ওর নিয়ে তাদেরই খেলোয়াড়ের সামনে হেঁটে বেড়িয়ে আসেন। একটা সময় চির প্রতিদ্বন্দ্বী থেকে ৩০ টা ফ্রিকিক থেকে পিছিয়ে ছিল আজ সেটা মুছে সর্বোচ্চ দের লিস্টে। অথচ তাকে এক পা এর খেলোয়াড় বলা হত.. লাইম লাইট থেকে পিছিয়ে আসতে ইউরোপ ছেড়ে গিয়েছেন একটা ভ্যালু লেস লিগে .. অথচ সেই লীগকেই গোটা লাইম লাইটে এনেছেন এবং ইতিহাসে লিখিয়ে দিয়ে গেলেন MLS এর একমাত্র প্রথম লিগ যারা ব্যালন সেলিব্রেট করেছে। নিজের পরিবার নিয়ে গোটা গ্ল্যামার থেকে বেড়িয়ে চুপচাপ জীবন পাড় করার জন্যে মিয়ামির সমুদ্রের লাক্সারির জীবন পছন্দ করেন। কিন্তু একটা দায়িত্ববান নেতার মত দিয়েছেন তাদের প্রথম ট্রফি.. এবং দিয়েছেন সম্মান। 🫶 যেখানে ম্যারাডোনা পর্যন্ত সমালোচনা করে গিয়েছেন তিনি লিডার নয়। সেখানে একমাত্র ক্যাপটেন হিসেবে দুইটা ভিন্ন ক্লাবে সর্বোচ্চ জিতেছেন। এবং দেশের জন্যে সেই অধিনায়ক প্রমাণ করেছেন তিনি মহান। লেডিস এন্ড জেন্টলম্যান। ইতিহাসে অনেক খেলোয়াড় দেখেছেন। ফিউচারে আরো দেখবেন। কিন্তু এই মেসি আর পাবেন না। এটাই লাস্ট টাইম উপভোগ করেন।😊 🫶 ধন্যবাদ।❤️‍🩹 #longervideos #football #leomessi #argentina #messiyanraju


49.0